একটি কোম্পানিতে যাবার আগে যে ফ্যাক্টরগুলো বিবেচনা করতে হয়

Shaon Majumder
1 min readJul 22, 2022

--

#carrier #guide
একটি কোম্পানিতে যাবার আগে অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করতে হয় , তবে তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিলবে আবার মিলবে না। আপনার ফ্যাক্টরগুলো দেখে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোম্পানিতে জয়েন করবেন কি করবেন না। আর জয়েন করলে আপনার ক্যারিয়ার কোন কোন দিকে প্রভাবিত হবে এবং পাঁচ বছর পর, আপনি নিজের ক্যারিয়ারকে কোথায় দেখতে চান।

একটি কোম্পানিতে যাবার পূর্বে বিবেচ্য বিষয়গুলো হল -
কোম্পানির কাজের এরিয়া এবং ক্লায়েন্ট,
কোম্পানিতে শেখার সুযোগ,
কোম্পনির কালচার,
বেতন,
বোনাস,
ওভারটাইম,
বাৎসরিক স্যালারি রিভিউ এবং বৃদ্ধির হার,
প্রমশন স্কেল ও পদমর্যাদা অনুযায়ী এ বেতন বৃদ্ধির হার,
প্রমশন স্কিম, ইভ্যালুশন ক্রাইটেরিয়া, কেপিআই ইভ্যালুশনের ফ্যাক্টর,
সাপ্তাহিক ছুটি,
বাৎসরিক মোট বৈতনিক ছুটি,
লেট পেনাল্টি ও টাকা কর্তনের হার,
লাঞ্চ ব্যবস্থা সাবসিডাইস/ফুল,
রিক্রেয়েশন ফ্যাসিলিটিস,
যাতায়াতের মাধ্যম ও বাসা স্থানান্তরের উপযোগ্যতা / কোম্পানি কর্তৃক যাতায়েতের ব্যবস্থা।

(যদি কোন ফ্যাক্টর বাদ পরে যায়, দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপডেট করে দিব)

--

--

Shaon Majumder
Shaon Majumder

Written by Shaon Majumder

Software Engineer | Author | Data Scientist

No responses yet